হোম > সারা দেশ > হবিগঞ্জ

চলন্ত বাসে ধর্ষণ: হেলপার লিটনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

হবিগঞ্জ প্রতিনিধি

গ্রেপ্তার লিটন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জে চলন্ত বাসে কলেজশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চালকের সহকারী লিটন মিয়া (২৬) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিনের আদালতে এই জবানবন্দি রেকর্ড করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের জিআরও বাবুল দেবনাথ বলেন, মামলার তদন্ত কর্মকর্তা নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দুলাল মিয়া ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে উপস্থাপন করেন। পরে বিচারক তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে গতকাল সোমবার রাতে র‍্যাব-৯ সিলেট সদর কোম্পানি ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে দক্ষিণ সুরমার জালালপুর এলাকা থেকে আসামি লিটন মিয়াকে গ্রেপ্তার করা হয়।  

মামলার অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী গত রোববার দুপুরে রাজধানীর সায়েদাবাদ থেকে তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উদ্দেশে রওনা হন। তাঁর ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে নামার কথা ছিল। কিন্তু তিনি ঘুমিয়ে পড়ায় তাঁকে বাসের সহকারী নামিয়ে দেননি। পরে ঘুম ভাঙলে তিনি দেখতে পান, শায়েস্তাগঞ্জ অতিক্রম করে ফেলেছেন। এ সময় তিনি শেরপুরে নেমে পড়েন।

পরে ভুক্তভোগী বাড়ি ফেরার জন্য শেরপুর নবীগঞ্জ উপজেলা সদরে চলাচলকারী মা এন্টারপ্রাইজ বাসে ওঠেন। বাসটি রাত ১০টার দিকে আউশকান্দিতে পৌঁছালে অন্য যাত্রীরা সব নেমে যান। এরপর চালক ও তাঁর সহকারী ভুক্তভোগীকে একা পেয়ে বাসে পালাক্রমে ধর্ষণ করেন।

এ সময় ভুক্তভোগীর চিৎকার শোনতে পেয়ে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বাসটি এনাতাবাদ পৌঁছালে এলাকাবাসী বাসটি থামান। এ সময় ভুক্তভোগী ধর্ষণের কথা এলাকাবাসীকে জানান। তাঁর অভিযোগে এলাকাবাসী বাসচালক সাব্বির মিয়াকে (২৫) আটক করেন। সহকারী লিটন মিয়া (২৬) পালিয়ে যান।

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা