হোম > সারা দেশ > সিলেট

অতিবৃষ্টিতে চা-বাগানে টিলা ধসে শিশুর মৃত্যু, ঘরবাড়ি বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সদর উপজেলায় টিলা ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার খাদিম চা-বাগান বস্তি লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেন এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন। 

নিহত অর্চনা ছত্রী (১১) এলাকার বুলবুল ছত্রীর মেয়ে। এ ছাড়া আজ ভোরে জৈন্তাপুর উপজেলায় টিলা ধসে তিনটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। 

খাদিমনগর ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান শামীম বলেন, ‘অর্চনাদের ঘরটি ছিল একটি টিলার পাদদেশে। ভারী বৃষ্টিতে সেই টিলা ধসে রাত সাড়ে ৩টার দিকে তাদের ঘরের ওপর পড়ে। অর্চনা ঘটনাস্থলেই মারা যায়।’ 

সকালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

ইউএনও নাছরীন আক্তার বলেন, ‘শিশুটির পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। ওই এলাকাসহ উপজেলার যত জায়গায় যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে, তাদের সরিয়ে ফেলার চেষ্টা চলছে। ইউনিয়ন চেয়ারম্যানদেরও সংশ্লিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

এদিকে, আজ শনিবার ভোরে জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগোল ইউনিয়নে দুটি টিলা ধসে তিনটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল ওয়াদুদ জানান, তাঁর বাড়ির কাছে ভোরে একটি টিলা ধসে পড়ে। এরপর কিছু দূরের আরেকটি টিলা একই সঙ্গে তিনটি বাড়ির ওপরে ধসে পড়ে। তবে ধসের আগে এসব ঘরের বাসিন্দারা দ্রুত বেরিয়ে যাওয়ায় রক্ষা পায় তারা। টিলা ধসে স্থানীয় লেদই পাত্র, সুদেন পাত্র ও রণ পাত্রের বাড়ি পুরো ভেঙে গেছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে যান জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম। তিনি খাদ্যসহায়তা বাবদ ১০ হাজার টাকা করে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে সহায়তা প্রদান করেন। 

ইউএনও আল-বশিরুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আপাতত চলার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া পাহাড়-টিলার কাছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করে জানানো হয়েছে।’

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা