মৌলভীবাজারে রাস্তা পারাপারের সময় বাসচাপায় রাহেলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে শহরের কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নিহতের সাত বছরের শিশু সন্তান আহত হয়।
নিহত রাহেলা বেগম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাসিন্দা জুনেদ মিয়ার স্ত্রী। তিনি মৌলভীবাজার সদর উপজেলার আগিউন গ্রামে ভাইয়ের বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে রাহেলা বেগম রিকশা থেকে নেমে রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস পেছন থেকে তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় গুরুতর আহত হয় তার সাত বছরের শিশু সন্তান। পরে আহত শিশুকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, ঘটনার পর পরই বাস রেখে চালক পালিয়ে গেছেন। তবে, বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে।