হোম > সারা দেশ > সিলেট

যে দেশে নির্বাচন সুষ্ঠু হয় না, সে দেশে গণতন্ত্র আছে বলা যায় না: সিলেটে নজরুল ইসলাম খান 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

যে দেশে নির্বাচন সুষ্ঠু হয় না, সে দেশে গণতন্ত্র আছে বলা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শনিবার বিকেলে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচি ও রাষ্ট্রকাঠামো মেরামতে ২৭ দফা নিয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আওয়ামী লীগ শুধু দেশে গণতন্ত্রকেই ধ্বংস নয়, মানুষের সব ধরনের অধিকারই কেড়ে নিয়েছে। একাত্তর-পরবর্তী সময়ের মতো দেশ আজ চরম সংকটের মুখে। আর এ সংকট সৃষ্টি করেছে বিনা ভোটে ক্ষমতায় আসা আওয়ামী লীগ। যে দেশে নির্বাচন সুষ্ঠু হয় না, সে দেশে গণতন্ত্র আছে বলা যায় না। বিএনপি কখনো গণতন্ত্র ও ভোটাধিকার হত্যা করেনি, প্রতিষ্ঠা করেছে।’

সভায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্ব করেন। মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ সিদ্দিকীর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, খন্দকার আব্দুল মুক্তাদিরসহ জেলা ও মহানগর বিএনপি নেতা-কর্মীরা।

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি