হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের শাল্লা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত সেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে হাওর রক্ষা বাঁধ উপপ্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যসচিব পাভেল আহমেদ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জয়ন্ত সেনসহ তিনজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন। মামলার বাকি আসামিরা হলেন উপজেলার চাকুয়া গ্রামের প্রীতম দাস, তন্ময় দেব ও নারকিলা গ্রামের রাজু চন্দ্র দাস। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী প্রবীর রায়।

এ নিয়ে প্রবীর রায় বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে হাওর বাঁচাও আন্দোলনের নেতা জয়ন্ত সেনসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি তদন্তের জন্য শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৭ এপ্রিল ভান্ডারবিল হাওরের ১৯ নম্বর পিআইসিতে কাজ হয়নি বলে হাওর বাঁচাও আন্দোলনের সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করার হুমকি দেওয়া হয়। শাসানো হয় বাঁধে কর্মরত শ্রমিকদের। পরে বাঁধের কাজ দেখতে গেলে প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যসচিবের কাছে ৩ লাখ টাকা দাবি করা হয় ওই সংগঠনের পক্ষ থেকে। সেই টাকা না দেওয়ায় ১৯ নম্বর প্রকল্পটির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানো হয়। একই হাওরের ২৭ নম্বর পিআইসির সভাপতির কাছেও চাঁদা চেয়েছেন হাওর আন্দোলনের নেতারা। এ নিয়ে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ করেন প্রকল্পের সভাপতি। বর্তমানে ওই অভিযোগ তদন্তাধীন রয়েছে।

মামলার বাদী পাভেল আহমেদ বলেন, ‘হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক জয়ন্ত সেনসহ আরও তিনজন আমার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাই আমি আদালতে মামলা করেছি।’

এ নিয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হয় হাওর বাঁচাও আন্দোলনের শাল্লা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত সেনকে। কিন্তু ফোন রিসিভ না করায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা