হোম > সারা দেশ > সিলেট

দাবি পূরণের প্রতিশ্রুতি পেয়ে অনশন ভাঙলেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

শাবিপ্রবি প্রতিনিধি

অবশেষে সাত দিন পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনশনরত শিক্ষার্থীরা অনশন ভাঙলেন। আজ বুধবার সকাল ১০টা ২০ মিনিটে উপস্থিত ২৬ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবালের হাতে পানি পান করে তাঁদের অনশন ভাঙেন। দুজন শিক্ষার্থী এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জাফর ইকবালের অনুরোধ ও প্রতিশ্রুতিতে তাঁরা এই অনশন ভাঙলেন।

এর আগে আজ বুধবার সকালে তাঁরা এই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। ভোররাত ৪টার দিকে শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে তাঁরা এই সিদ্ধান্ত নেন। 

আন্দোলনের ১৩তম দিন গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে মুহম্মদ জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশনস্থলে যান। সেখানে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাঁর স্ত্রী ইয়াসমিন হকও সঙ্গে ছিলেন।  

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় ড. জাফর ইকবাল বলেন, ‘আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে! আমি যেহেতু এসেছি, তোমাদের অনশন ভাঙিয়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও।’

শিক্ষার্থীরা জানান, অধ্যাপক জাফর ইকবালের অনুরোধ ও দাবি পূরণের প্রতিশ্রুতিতে তাঁরা আজ এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরছেন না তাঁরা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এলে এরপর তাঁরা অনশন ভাঙবেন বলে জানিয়েছেন।

ড. মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক বলেন, ‘আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই, তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।’

উল্লেখ্য, এর আগে গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এই আন্দোলন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। এরপর গত বুধবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেন। 

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত