হোম > সারা দেশ > হবিগঞ্জ

বানিয়াচঙ্গে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিনিধি

বানিয়াচং (হবিগঞ্জ): হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টায় এ ঘটনা ঘটে। নিহত শিশু দুটি বানিয়াচং উপজেলার দেশমুখ্যপাড়ার নূর মিয়ার শিশুকন্যা তাসপিয়া (৮) এবং একই গ্রামের নুরফল মিয়ার শিশুকন্যা নুসরাত (৬)।

এলাকাবাসী ও বানিয়াচং থানা সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দেশমুখ্যপাড়া গ্রামের দুই ভাই নুর মিয়া ও নুরফল মিয়ার দুই শিশুকন্যা তাসপিয়া ও নুসরাত। তাসপিয়া সাঁতার জানলেও নুসরাত জানত না। সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যায় শিশু দুটি। অনেক খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে পুকুরের ঘাটে জামা দেখে পানির নিচে খুঁজে তাদের লাশ উদ্ধার করা হয়।

শিশু দুটির লাশ উদ্ধার করার সময়ও একজন আরেকজনকে আলিঙ্গন করে ছিল। এ রকম হৃদয়বিদারক মর্মান্তিক দৃশ্য দেখে এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মো. এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। 

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর