শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানে টিলাধসে চার নারী চা-শ্রমিক নিহত হয়েছেন।
আজ শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানে বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হীরা ভূমিজ (৩০), রীনা ভূমিজ (২০), পূর্ণিমা (২৬) ও রাধা মাহালি (৪০)।
জানা গেছে, সকালে নিহতরা ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সে সময় মাটিচাপায় তাঁরা ঘটনাস্থলেই নিহত হন।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।