হোম > সারা দেশ > সিলেট

ভারতে গাছে ঝুলছিল জাকারিয়ার লাশ, ২৬ ঘণ্টা পর নামিয়ে হস্তান্তর বিএসএফের

সিলেট প্রতিনিধি

সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা সীমান্ত দিয়ে আজ শুক্রবার যুবক জাকারিয়া আহমেদের লাশ হস্তান্তর করে বিএসএফ। ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার যুবক জাকারিয়া আহমেদের লাশ হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তবর্তী একটি গাছে তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়ার ২৬ ঘণ্টা পর নামিয়ে আজ শুক্রবার দুপুরে উপজেলার উৎমা সীমন্ত দিয়ে হস্তান্তর করা হয়।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), থানা-পুলিশ ও জাকারিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি উপজেলার উৎমা সীমান্ত এলাকার লামাগ্রামের আলাউদ্দিন আলাইয়ের ছেলে।

বিজিবির সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক জানান, বিজিবি, বিএসএফ ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে জাকারিয়ার লাশ হস্তান্তর করা হয়। লাশ কোম্পানীগঞ্জ থানা-পুলিশের হেফাজতে রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে।

ঘটনাস্থলটি দুর্গম এলাকা হওয়ায় লাশ গাছ থেকে নামিয়ে হস্তান্তর করতে দেরি হয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে পুলিশ তাঁর লাশের ময়নাতদন্ত শেষে প্রকৃত কারণ জানতে পারবে।

জাকারিয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার জাকারিয়া বিয়ে করেন। বৃহস্পতিবার ভোরে প্রস্রাব করার কথা বলে ঘর থেকে বের হন। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বেলা ১১টার দিকে ভারতের অভ্যন্তরে জাকারিয়ার লাশ একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাঁর লাশ সীমান্ত এলাকার সীমান্ত পিলার ১২৫৮/২০-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে ছিল।

পরে স্থানীয় লোকজন বিজিবি ও থানায় খবর দেন। আইনি প্রক্রিয়া শেষে আজ বেলা ১টার দিকে সীমান্ত পিলার ১২৫৭/১-এসের কাছে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ বাংলাদেশি পুলিশের কাছে জাকারিয়া লাশ হস্তান্তর করে।

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত