সিলেট নগরীর টিলাগড়ে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর বিরুদ্ধে ট্রাফিক পুলিশের মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে এমসি কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ‘জয় বাংলা’ ও ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দেয় তারা।
প্রায় এক ঘণ্টা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে তারা রাস্তা থেকে সরে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে দেলোয়ার হোসেন রাহি নামে এক শিক্ষার্থী মোটরসাইকেলযোগে টিলাগড় পয়েন্ট দিয়ে যাওয়ার সময় পুলিশ গতিরোধ করে। রাহির মাথায় হেলমেট না থাকায় ১৫ হাজার টাকার মামলা দেয় ট্রাফিক পুলিশ। খবর পেয়ে বেলা ২টার দিকে টিলাগড় পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন শুরু করে এবং সড়ক অবরোধ করে রাখে এমসিসহ বিভিন্ন কলেজের ছাত্ররা।
সড়ক অবরোধ করে রাখার কারণে বন্দর-টিলাগড় এবং টিলাগড়-আম্বরখানা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে মামলা প্রত্যাহারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ‘এখানে হয়রানিমূলক কোনো মামলা দেওয়া হয়নি। হেলমেট না থাকলে মামলা দেওয়াটা স্বাভাবিক প্রক্রিয়া। তাছাড়া নগরীতে ট্রাফিক সপ্তাহ চলছে। তাই এসব ব্যাপারে ট্রাফিক বিভাগ অনেক তৎপর। তবে টিলাগড়ের বিষয়টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে মিটমাট হয়েছে।’