হোম > সারা দেশ > সিলেট

জগন্নাথপুরে ধর্ষণের শিকার ভিক্ষুকের মামলায় ৩ মাস পর আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণের শিকার এক ভিক্ষুকের (২৬) করা মামলার তিন মাস পর আসামি শামীম মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে গ্রেপ্তারের পর আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রোববার বিকেলে র‍্যাব-১১-এর সহযোগিতায় কুমিল্লা সদরের কান্দিরপাড় এলাকা থেকে শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর (ভূমিহীন) গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৩ নভেম্বর বাড়ির পাশে এক মৎস্য খামার পাড়ে কচু আনতে যান ভুক্তভোগী ওই ভিক্ষুক। এ সময় শামীম মিয়া তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ভুক্তভোগীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর জগন্নাথপুর থানায় শামীম মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ওই নারী এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি করি আসছিলেন। ঘটনার দিন শামীম তাঁকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যান। এরপর থেকে শামীম পলাতক ছিলেন। অনেক চেষ্টার পর র‍্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১