হোম > সারা দেশ > সিলেট

জগন্নাথপুরে ধর্ষণের শিকার ভিক্ষুকের মামলায় ৩ মাস পর আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণের শিকার এক ভিক্ষুকের (২৬) করা মামলার তিন মাস পর আসামি শামীম মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে গ্রেপ্তারের পর আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রোববার বিকেলে র‍্যাব-১১-এর সহযোগিতায় কুমিল্লা সদরের কান্দিরপাড় এলাকা থেকে শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর (ভূমিহীন) গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৩ নভেম্বর বাড়ির পাশে এক মৎস্য খামার পাড়ে কচু আনতে যান ভুক্তভোগী ওই ভিক্ষুক। এ সময় শামীম মিয়া তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ভুক্তভোগীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর জগন্নাথপুর থানায় শামীম মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ওই নারী এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি করি আসছিলেন। ঘটনার দিন শামীম তাঁকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যান। এরপর থেকে শামীম পলাতক ছিলেন। অনেক চেষ্টার পর র‍্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা