হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

তাহিয়া আঞ্জুম রাইদা। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫সহ সর্বোচ্চ নম্বর পেয়েছে তাহিয়া আঞ্জুম রাইদা (১৬)। সে উপজেলার কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষায় সব বিষয়ে এ‍+সহ মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২১৩ নম্বর পেয়েছে শিক্ষক দম্পতির মেয়ে রাইদা। সে জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন এবং আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা মান্না বেগমের মেয়ে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, জগন্নাথপুরে এবার এসএসসিতে ১৭টি জিপিএ-৫ এসেছে। এর মধ্যে রাইদা সব বিষয়ে এ+সহ মোট ১২১৩ নম্বর পেয়েছে, যা উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফলাফল। আমি তার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

এদিকে, সবার কাছে দোয়া চেয়ে শিক্ষার্থী তাহিয়া আঞ্জুম রাইদা আজকের পত্রিকাকে বলেন, আমার এই ফলাফলে আমার শিক্ষকদের অবদান রয়েছে। তবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমার বাবা-মা। তাঁদের কারণেই আমার এই অর্জন। আমার বড় একটি স্বপ্ন; আমি একজন ভালো চিকিৎসক হতে চাই, যাতে করে গরিব-দুঃখীদের বিনা মূল্য চিকিৎসাসেবা দিতে পারি।’

উল্লেখ্য, শুরু থেকেই মেধাবী শিক্ষার্থী রাইদা প্রাথমিক সমাপনী পরীক্ষায় সরকারি ট্যালেন্টপুল বৃত্তি, এম এ মান্নান বৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার মধ্যে প্রথম স্থান, হালিমা খাতুন বৃত্তি পরীক্ষা এবং কলকলিয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সমাজবিজ্ঞান বিভাগের রিইউনিয়নে বক্তব্য, সপ্তম শ্রেণিতে অধ্যয়নকালে শাবিতে টিএস এলিয়ট ও কাজী নজরুল ইসলামের জন্মশত বার্ষিকীর আসরে ইংরেজিতে বক্তব্য দিয়ে পুরো বিভাগে ব্যাপক প্রশংসিত হয়। এ ছাড়া উপজেলা পর্যায়ে কবিতা আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় একাধিকবার প্রথম স্থান অর্জন করেছে শিক্ষক দম্পতির মেয়ে রাইদা।

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট