হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে বিষক্রিয়ায় বিদেশ ফেরত নারীর মৃত্যু

প্রতিনিধি

হবিগঞ্জ: হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে বিষক্রিয়ায় বিদেশ ফেরত এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম জলি আক্তার (২২)। রোববার রাত ৮টার দিকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা যায়, জলি আক্তার উমেদনগর এলাকার কামাল মিয়ার স্ত্রী। ৩ বছর আগে বানিয়াচং উপজেলার গারু মহল্লার কামাল মিয়া ও জলি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর কামাল মিয়া জলি আক্তারকে সৌদি আরবে পাঠিয়ে দেন। জলি আক্তার বিদেশ থাকা অবস্থায় কামাল মিয়া আরও দুটি বিয়ে করেন।

সম্প্রতি জলি আক্তার দেশে এসে দেখেন তাঁর স্বামী কামাল মিয়া দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের একটি ভাড়া বাসায় থাকছেন। জানতে পারেন, তৃতীয় স্ত্রী তাঁর বাবার বাড়িতে থাকেন। বিয়ের বিষয়টি মেনে নিয়ে এক সঙ্গে থাকা শুরু করেন জলি। কিন্তু, বিভিন্ন বিষয় নিয়ে স্বামী ও সতিন মুর্শিদা বেগমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতে থাকে।

সবশেষ, রোববার সকালে বিষক্রিয়ায় মুমূর্ষু অবস্থায় জলি আক্তারকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন স্বামী কামাল মিয়া। একই দিন রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় জলির মৃত্যু হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মাসুক আলী বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে পুলিশ তদন্ত করছে।’

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর