হোম > সারা দেশ > সিলেট

শিশুকে গলা কেটে হত্যাচেষ্টা, কিশোর গ্যাংয়ের একজন আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে স্বপন মিয়া নামে ১০ বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে চুনারুঘাট উপজেলা সদরের দক্ষিণা চরণ পাইলট উচ্চবিদ্যালয়ের পেছনে পুকুর পাড়ে জঙ্গলে এ ঘটনা ঘটে।  

মুমূর্ষু অবস্থায় শিশু স্বপনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে চুনারুঘাটে পৌরসভার পাকুরিয়া গ্রামের কবির মিয়ার ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে। 

তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত এক কিশোরকে (১৫) আটক করেছে চুনারুঘাট থানা-পুলিশ। হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, মাধবপুর উপজেলার ছাতিয়ান গ্রামের কবির মিয়া চুনারুঘাট পৌর শহরের পাকুরিয়া গ্রামে ভাড়াটিয়া থেকে ভাঙারি ব্যবসা করেন। ছেলে স্বপন তাঁকে ব্যবসার কাজে সহযোগিতা করে। আজ সোমবার সকালে আটক হওয়া কিশোরটি স্বপনকে নিয়ে ডিসিপি স্কুল মাঠে ঘোরাঘুরি করছিল। 

এর একপর্যায়ে স্বপনকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে পালিয়ে যায় ওই কিশোর। পরে স্বপনের চিৎকারে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থান অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল নিয়ে যাওয়া হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এক কিশোরকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান