হোম > সারা দেশ > সিলেট

সিলেটে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট প্রতিনিধি

সিলেট সীমান্তে জব্দ করা ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত

৬৩ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী ২ জনকে আটক করেছে।

আজ রোববার বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

বিজিবি জানায়, রোববার সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্ন মানের ৫ হাজার ৫০০ কেজি চিটা গুড়, ৭০০ কেজি ভারতীয় চিনি, ৪২ হাজার পিস পাতার বিড়ি এবং একটি মাঝারি ট্রাক জব্দ করা হয়। জব্দ করা পণ্যের বাজারমূল্য ৩০ লাখ ১২ হাজার ৮৭৬ টাকা।

গতকাল শনিবার কানাইঘাট উপজেলার সীমান্তের নিকটবর্তী রাতাছড়া স্থানে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করা হয়। তাঁরা হলেন—হবিগঞ্জের জীবন দাস (২৯) ও কিশোরগঞ্জের সজল দাস (২৯)। এ সময় তাঁদের কাছ থেকে ভারতীয় ৬ হাজার ৩৪০ রুপি এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আজ রোববার তাঁদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

সিলেট সীমান্তে জব্দ করা ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত

এদিনই জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নিম্ন মানের ৬ হাজার ২৫০ কেজি মিছরি গুঁড়া, ২ হাজার ১০০ কেজি ভারতীয় চিনি এবং একটি মাঝারি ট্রাক জব্দ করা হয়। জব্দ করা পণ্যের বাজার মূল্য ৩২ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক দুজন। ছবি: সংগৃহীত

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী জানান, জব্দ করা পণ্যের সর্বমোট বাজারমূল্য ৬২ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। এসব পণ্য নিকটস্থ শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার