সিলেটের বিশ্বনাথে রাজনীতিবিদ পংকি খান (৮০) মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
পংকি খান বিশ্বনাথ পৌর এলাকার জাহারগাও গ্রামের বাসিন্দা। বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন তিনি।
বেশ কিছু দিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, মেয়ে ও ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীসহ রাজনৈতিক সামাজিক অঙ্গনসহ বিভিন্ন মহলের শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর জানাজা নামাজ আগামীকাল রোববার দুপুর আড়াইটায় বিশ্বনাথ আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ।