হোম > সারা দেশ > সিলেট

জামিন পেলেন সুনামগঞ্জের সাবেক এমপি মানিক

সুনামগঞ্জ প্রতিনিধি

সাবেক এমপি মুহিবুর রহমান মানিক। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর হয়েছে। অসুস্থ এবং বয়স্ক বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র আদালতে সাবেক এই এমপির জামিন আবেদন করলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আব্দুল হামিদ। তিনি জানান, সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিকের বয়স ও অসুস্থতা বিবেচনা আজকে আদালত এই সাবেক এমপির জামিন মঞ্জুর করেন।

৮ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‍্যাবের একটি দল পাঁচ বারের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করে। পরদিন সুনামগঞ্জ সদর থানায় আনা হয় তাঁকে। তিনি ৪ আগস্ট সুনামগঞ্জ শহরের বাস স্টেশনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলার তিন নম্বর আসামি ছিলেন।

৯ অক্টোবর সুনামগঞ্জ সদর মডেল থানা থেকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতের বিচারক না থাকায় তাঁকে কারাগারে পাঠান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর। পরে পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। ২০ অক্টোবর শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ বৃহস্পতিবার মানিকের পক্ষের আইনজীবীরা অসুস্থ ও বয়স্ক বিবেচনায় তাঁকে জামিন দেওয়ার আবেদন করেন।

আইনজীবী নজরুল ইসলাম ও খায়রুল কবির রুমেন জানান, তাঁরা আদালতকে জানিয়েছেন জ্যেষ্ঠ ও বয়স্ক রাজনীতিবিদ পাঁচ বারের সাবেক এমপি মানিক চোখে দেখতে পান না। অন্য রোগেও ভুগছেন। পরে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬