হোম > অপরাধ > সিলেট

সিলেটে এটিএম বুথ খুলে ২৬ লাখ টাকা নিয়ে পালালেন নিরাপত্তা কর্মকর্তারাই

ইয়াহ্ইয়া মারুফ, সিলেট

কালো ক্যাপ, মুখে মাস্ক ও চশমা পরে এটিএম বুথে প্রবেশ করেন প্রায় সমবয়সী দুজন। তাঁরা দুজনই এটিএম বুথের দায়িত্বে থাকা সিকিউরিটি কোম্পানির এটিএম অফিসার। নিজেদের কাছে থাকা পাসওয়ার্ড ও চাবি ব্যবহার করে মেশিন খুলে ২৬ লাখেরও বেশি টাকা ব্যাকপ্যাকে ভরে বেরিয়ে যান। 

সিলেট নগরের সুবিদবাজারস্থ ডাচ্ বাংলা ব্যাংকের এটিএম বুথে গত ২৮ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। এটিএম বুথের সিসিটিভি ক্যামেরায় এমন চাঞ্চল্যকর দৃশ্য ধরা পড়েছে। 

এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে সিলেট মহানগর পুলিশের (এসএমপির) বিমানবন্দর থানায় মামলা করেছেন সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের সিলেট জোনের এটিএম বুথ ইনচার্জ সন্দীপন দাস। কোম্পানির এটিএম অফিসার আলবাব হোসেন (২২) ও আমিনুল হককে (২৪) আসামি করে তিনি মামলার এজাহারে উপরোক্ত বিবরণ দিয়েছেন।

আলবাবের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামে ও আমিনুলের বাড়ি দক্ষিণ সুরমার নৈখাই গ্রামে। মামলার পরপরই পুলিশ নগরের শিবগঞ্জ এলাকা থেকে আলবাবকে গ্রেপ্তার করেছে। 

এসএমপির উপকমিশনার (উত্তর–গণমাধ্যম) আজবাহার আলী শেখ আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিমানবন্দর থানা–পুলিশ সূত্র জানায়, এটিএম বুথগুলো মূলত সিকিউরিটি কোম্পানি দেখাশোনা করে। বুথের পাসওয়ার্ড ও চাবি এবং নিরাপত্তার দায়িত্বও তাদের। সিকিউরিটি কোম্পানি এখানে জিম্মাদার। তাই মামলায় ব্যাংক কর্তৃপক্ষ বা কর্মকর্তা বাদী না হয়ে সিকিউরিটি কোম্পানির লোকজনই বাদী হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত দুজন তাঁদের কোম্পানির লোক বলে তাঁরাই চিহ্নিত করেছেন। 

নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডদের কোনো দায় নেই জানিয়ে ওই সূত্র বলে, কোম্পানির লোক হওয়ায় গার্ড জিজ্ঞেস করলে তাঁরা কাজ করছেন বলে জানান। এ জন্য তাঁদের সন্দেহ করার সুযোগ নেই গার্ডদের। সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে, সিকিউরিটি কোম্পানির অফিসাররাই এই চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে। 

জানতে চাইলে মামলার বাদী সিকিউরেক্স প্রাইভেট কোম্পানির সিলেট জোনের এটিএম বুথ ইনচার্জ সন্দীপন দাস কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রতিবেদকের পরিচয় জেনে ব্যস্ত আছেন বলে সংযোগ কেটে দেন। 

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর সিলেট নগরে ডাচ্ বাংলা ব্যাংকের সুবিদবাজারস্থ এটিএম বুথসহ অন্যান্য বুথে টাকা ভরা হয়। ৩০ অক্টোবর সকালে ঢাকা সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের অফিস থেকে জানানো হয়, সুবিদবাজারস্থ এটিএম বুথে ক্যাশ জ্যাম হয়েছে।

খবর পেয়ে কোম্পানির সহকারী এটিএম অফিসার সুজন মিয়া ও সায়েম আহমদকে ওই দিন বেলা ২টায় এই এটিএম বুথে সরেজমিনে পাঠানো হয়। তাঁরা পরীক্ষা করে দেখেন, এটিএম বুথের প্রিন্ট অনুযায়ী ২৭ লাখ ৭৫ হাজার টাকা বুথে জমা থাকার কথা থাকলেও মাত্র ১ লাখ ৪৩ হাজার টাকা রয়েছে।

অর্থাৎ ২৬ লাখ ৩২ হাজার টাকার গড়মিল পাওয়া গেছে। ঘটনাটি জানতে পেরে বাদী নিজেও ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্তারিত জেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। 

৩১ অক্টোবর ডাচ্ বাংলা ব্যাংকের সিসিটিভি ফুটেজ অপারেটর এলে তাঁদের মাধ্যমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, গত ২৮ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে এক সময়ে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক ও চোখে চশমা পরা উল্লেখিত বিবাদীরা এটিএম বুথের ভল্ট খুলে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরি করে ব্যাকপ্যাকে ভরে নিয়ে গেছেন।

পরবর্তীতে তাঁরা নিশ্চিত হন যে, তাঁদের কোম্পানির এটিএম অফিসার আলবাব হোসেন ও আমিনুল হক ঘটনার সঙ্গে জড়িত।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা