ঈদুল আজহায় সিলেট নগরীতে ৩৯০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪২টি স্থানে খোলা জায়গা ও ঈদগাহে জামাত হবে। এর বাইরে ২৪৮টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নগরীতে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহি ঈদগাহে ময়দানে সকাল ৮টায়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহি ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মো. কামাল মিয়া কামরান।
হজরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ও সকাল ৫টা ৪৫ মিনিটে বন্দর বাজার কালেক্টরেট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর বন্দরবাজার ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআন, সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল আজহার জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।