হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এনামুল হাসান সাকিবকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকা

বিগঞ্জ শহরের চৌধুরী বাজার কিবরিয়া ব্রিজ এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা এনামুল হাসান সাকিবকে (২৪) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (৬ জুলাই) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এনামুল হাসান সাকিব হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

সেনাবাহিনীর হবিগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, এনামুল হাসান সাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সংগঠন থেকে পদত্যাগ করেন তিনি। শহরের আলোচিত ছাত্রনেতা মাহাদী হাসানের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি তিনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ মে হবিগঞ্জ সদর মডেল থানায় মাহাদী হাসানের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় এনামুল হাসান সাকিবের নাম প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন । তিনি জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর সেনাবাহিনীর সহযোগিতায় সাকিবকে গ্রেপ্তার করা হয়েছে।

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার