হোম > সারা দেশ > সিলেট

বাসা ও কার্যালয় থেকে আনসার প্রত্যাহার, নিরাপত্তা নিয়ে শঙ্কিত মেয়র আরিফুল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও তাঁর বাসা এবং বাসাসংলগ্ন অস্থায়ী কার্যালয়ের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় জেলা আনসার কমান্ডারের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়।

রাত ১১টায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, কোনো ধরনের নোটিশ ছাড়া তাঁর নিজের ও বাসা এবং বাসাসংলগ্ন অস্থায়ী কার্যালয়ের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। বিগত ছয়-সাত বছর ধরে সিটি করপোরেশনের নির্ধারিত ফির বিনিময়ে অনুমোদন সাপেক্ষে তিন শিফটে এ কাজে ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। আজ হঠাৎ করে কোনো কারণ না জানিয়ে তাদের প্রত্যাহার করায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সিটি নির্বাচন সামনে রেখে এমন তৎপরতা বলে অভিযোগ মেয়রের।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, নির্বাচনের বিষয়ে তিনি ২০ মে তাঁর অবস্থান নগরবাসীর সামনে তুলে ধরবেন। এর আগেই তাঁর নেতা-কর্মীদের গ্রেপ্তার, হয়রানি করে চাপ সৃষ্টি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমি মানসিক চাপে রয়েছি। একজন সাধারণ নাগরিক হিসেবেও তো সরকারের কাছে নিরাপত্তা চাইলে সেটা পাওয়ার আমার নাগরিক অধিকার রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে সামান্যতম সৌজন্যতাও দেখানো হয়নি। কোনো ধরনের নোটিশ ছাড়াই এমনটি করা হয়েছে। এখন আমি নিশ্চিত যে, আমার নিরাপত্তা ঝুঁকিপূর্ণ। এটা কোনোভাবেই কাম্য নয়।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট জেলা আনসার কমান্ডার ফজলে রাব্বি আজকের পত্রিকাকে জানান, ‘নিয়মানুযায়ী অনুমোদনহীন যেসব জায়গায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করতেন, তাদের সরিয়ে নেওয়া হয়েছে।’ 

ছয়-সাত বছর ধরে নিরাপত্তা দেওয়ার বিষয়ে জানতে চাইলে ফজলে রাব্বি বলেন, ‘সিটি করপোরেশন ও তার স্থাপনার নিরাপত্তার অনুমোদন রয়েছে। মেয়র মহোদয় এবং ওনার বাসায় নিরাপত্তার অনুমোদন নেই।’

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ