সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও তাঁর বাসা এবং বাসাসংলগ্ন অস্থায়ী কার্যালয়ের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় জেলা আনসার কমান্ডারের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়।
রাত ১১টায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র আরিফুল হক চৌধুরী অভিযোগ করেন, কোনো ধরনের নোটিশ ছাড়া তাঁর নিজের ও বাসা এবং বাসাসংলগ্ন অস্থায়ী কার্যালয়ের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে। বিগত ছয়-সাত বছর ধরে সিটি করপোরেশনের নির্ধারিত ফির বিনিময়ে অনুমোদন সাপেক্ষে তিন শিফটে এ কাজে ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছিলেন। আজ হঠাৎ করে কোনো কারণ না জানিয়ে তাদের প্রত্যাহার করায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সিটি নির্বাচন সামনে রেখে এমন তৎপরতা বলে অভিযোগ মেয়রের।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট জেলা আনসার কমান্ডার ফজলে রাব্বি আজকের পত্রিকাকে জানান, ‘নিয়মানুযায়ী অনুমোদনহীন যেসব জায়গায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করতেন, তাদের সরিয়ে নেওয়া হয়েছে।’