হোম > সারা দেশ > সিলেট

নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে সেনা সদস্যের মৃত্যু: সিসিকের দুই প্রকৌশলী ও ঠিকাদারের জামিন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনা সদস্য মৃত্যু ঘটনার মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন ঠিকাদার ও দুই প্রকৌশলী। 

আজ বৃহস্পতিবার বিকেলে সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জামিন পেয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানি-এর মালিক মো. জামাল উদ্দিন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর। 

তিনি বলেন, ‘উচ্চ আদালতে আমরা জামিনের আবেদন করেছিলাম। আদালত ছয় সপ্তাহের জামিন দিয়েছেন।’ 

গত শনিবার নগরের বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের নিচতলা দিয়ে হেঁটে যাওয়ার সময় সিসিকের নির্মাণাধীন ভবনের ১২ তলা থেকে স্টিলের পাইপ পড়ে মো. দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দেলোয়ার মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন। ওই দিন রাতে ৫০ ফিল্ড রেজিমেন্ট সিলেট সেনানিবাসের জেসিও আব্দুল মান্নান বাদী হয়ে উদাসীনতা ও কর্তব্য অবহেলাজনিত কারণে কোতোয়ালি থানায় মামলা করেন। 

ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানি-এর মালিক মো. জামাল উদ্দিন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, জামাল অ্যান্ড কোম্পানি-এর সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ক্রেনচালক মো. সাদেক, জামাল অ্যান্ড কোম্পানি-এর অজ্ঞাত ম্যানেজার ও সাব-কন্ট্রাক্টর দুজনকে আসামি করে মামলা হয়।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা