হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

সিলেট প্রতিনিধি

সিলেটে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেট কার। ছবি: আজকের পত্রিকা

সিলেটের ওসমানীনগরে ট্রাক-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ রোববার সকালে সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের উনিশ মাইল নামক স্থানে ঢাকামুখী পাথরবোঝাই ট্রাক ও সিলেটমুখী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন প্রাইভেট কারের চালক নারায়ণগঞ্জ রূপগঞ্জের মুগদাপাড়া এলাকার মিলন ভূঁইয়ার ছেলে সোহেল ভূঁইয়া (৪০), প্রাইভেট কারের যাত্রী ঢাকার ডেমরা থানার আশুলিয়া এলাকার জাহিদ হাসানের স্ত্রী সায়মা আক্তার ইতি বেগম (৩৫) ও তাঁর ছেলে আয়ান (৭) এবং একই এলাকার শরিফ মালুমের স্ত্রী শামীমা (৪০)। এর মধ্যে শামীমা ও সায়মা আপন দুই বোন।

জানা গেছে, হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রূপগঞ্জ থেকে এক পরিবারের সদস্যরা প্রাইভেট কারে সিলেট আসছিলেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওসমানীগরের উনিশ মাইল নামক স্থানে সিলেট থেকে ছেড়ে যাওয়া একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শামীমা ইয়াসমিন ও সোহেল ভূঁইয়া মারা যান। তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আর সায়মা আক্তার ইতি ও আয়ানকে গুরুতর আহত অবস্থায় সিলেট পেরাডাইস মেডিকেল কমপ্লেক্স প্রাইভেট হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনার সময় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন। তাঁদের পরিবার চাচ্ছে, যেহেতু এটা সড়ক দুর্ঘটনা সেহেতু ময়নাতদন্ত ছাড়াই দাফন করবে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন। আর আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি