হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মো. ফজলে রাব্বি সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ও পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী মৌলভীবাজার-শমসেরনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করেন তাঁরা। পরে কলেজ প্রশাসন, পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। 

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান। তিনি বলেন, ‘রাব্বির মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’ 

নিহত রাব্বি মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন (আরএসি টেকনোলজি) বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, আজ সকাল ১০টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মৌলভীবাজার-শমসেরনগর সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

সমাবেশে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানান, রাব্বির মৃত্যুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো, কলেজের সামনে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং দেওয়া, কলেজের আশপাশের ফুটপাত ঠিক করে দেওয়া এবং পরিবহনের ন্যায্য ভাড়া নির্ধারিত করা। 

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গত ৫ এপ্রিল সড়ক দুর্ঘটনায় আহত হন রাব্বি। পরে উদ্ধার করে মৌলভীবাজার সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা