হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ১

সিলেট প্রতিনিধি

সিলেটে ২৭৮ বস্তা চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরের শাহপরান (রহ.) থানা এলাকা থেকে ট্রাকসহ এসব ভারতীয় চিনি জব্দ করা হয়। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মখলিছুর রহমান (৩৬)। তিনি সিলেটের জৈন্তাপুরের আগফৌদ গ্রামের মৃত ফখরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গতকাল রাতে শাহপরান (রহ.) থানায় খবর আসে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে একটি বালুবোঝাই ট্রাকের নিচে লুকিয়ে ভারতীয় চিনি আসা হচ্ছে। পরে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানা-পুলিশ দাসপাড়া মুসলিম স্কুলের পাশে একটি চেকপোস্ট বসান। ভোরের দিকে সন্দেহভাজন একটি ট্রাক আসলে চেকপোস্টের পুলিশ থামানোর সংকেত দেয়। এরপর ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে ২৭৮ বস্তা (১৩ হাজার ৯০০ কেজি) ভারতীয় চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৬৮ হাজার টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এসব চিনির প্রকৃত মালিক জৈন্তাপুরের হারুন (৩০) নামে এক ব্যক্তি। স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ভারতীয় সীমান্ত দিয়ে এসব চিনি আনা হচ্ছিল।

তিনি আরও জানান, ট্রাকসহ মালামাল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব