হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ১

সিলেট প্রতিনিধি

সিলেটে ২৭৮ বস্তা চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

সিলেটে ২৭৮ বস্তা ভারতীয় চিনিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে নগরের শাহপরান (রহ.) থানা এলাকা থেকে ট্রাকসহ এসব ভারতীয় চিনি জব্দ করা হয়। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মখলিছুর রহমান (৩৬)। তিনি সিলেটের জৈন্তাপুরের আগফৌদ গ্রামের মৃত ফখরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গতকাল রাতে শাহপরান (রহ.) থানায় খবর আসে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে একটি বালুবোঝাই ট্রাকের নিচে লুকিয়ে ভারতীয় চিনি আসা হচ্ছে। পরে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানা-পুলিশ দাসপাড়া মুসলিম স্কুলের পাশে একটি চেকপোস্ট বসান। ভোরের দিকে সন্দেহভাজন একটি ট্রাক আসলে চেকপোস্টের পুলিশ থামানোর সংকেত দেয়। এরপর ট্রাকটি তল্লাশি করে বালুর নিচে ২৭৮ বস্তা (১৩ হাজার ৯০০ কেজি) ভারতীয় চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৬৮ হাজার টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এসব চিনির প্রকৃত মালিক জৈন্তাপুরের হারুন (৩০) নামে এক ব্যক্তি। স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে ভারতীয় সীমান্ত দিয়ে এসব চিনি আনা হচ্ছিল।

তিনি আরও জানান, ট্রাকসহ মালামাল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার