হোম > সারা দেশ > মৌলভীবাজার

মৌলভীবাজারে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ, দুই ভাই গ্রেপ্তার

মৌলভীবাজার সদরে রাজু মিয়া (৩০) নামে সিএনজিচালিত একটি অটোরিকশার চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ওই দুই ভাইকে আটক করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুই ভাইকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’ 

নিহত রাজু মৌলভীবাজার সদর উপজেলায় আপার কাগাবালায় গ্রামের হাদিস মিয়ার ছেলে। আটকেরা হলেন একই এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী জাহাঙ্গীর মিয়া ও তাঁর ছোট ভাই জাকির মিয়া। নিহত রাজু হলেন জাহাঙ্গীর ও জাকিরের চাচাতো ভাইয়ের ছেলে। 

ওসি হারুনুর ও স্থানীয় লোকজন জানান, মধ্যপ্রাচ্য প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রীর সঙ্গে রাজুর সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে মধ্যপ্রাচ্য থেকে জাহাঙ্গীর ও তাঁর ছোট ভাই জাকির সম্প্রতি দেশে আসেন। কিন্তু তাঁরা বাড়িতে না গিয়ে মৌলভীবাজার শহরের একটি হোটেলে অবস্থান করেন। গতকাল বুধবার দুপুরে তাঁরা সদর উপজেলার বিন্নিগ্রামে যান। সেখান মোবাইল ফোনে অটোরিকশা ভাড়া নেওয়ার কথা বলে রাজুকে ডেকে নেন। এ সময় রাজুকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে ফেলে যান তাঁরা। 

পরে স্থানীয়রা রাজুকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আজ বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। অভিযোগ ওঠা দুই ভাইকে আপার কাগাবালায় গ্রাম থেকে আটক করা হয়েছে বলে জানান ওসি হারুনুর।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান