হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ঝালাইয়ের সময় আগুনের ফুলকি পেট্রলের ড্রামে, দগ্ধ ৪ 

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শাটার ঝালাইয়ের সময় পেট্রলের ড্রামে আগুন লেগে অন্তত ৪ জন দগ্ধ হয়েছেন। উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুনে দগ্ধরা হলেন–হোসেনপুর গ্রামের মহিষখলা দাখিল মাদ্রাসার প্রাক্তন সুপার আব্দুল আজিজের ছেলে মাহমুদুল মিয়া (২৪) ও এনামুল মিয়া (১৯)। তাঁরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। 

অন্য দুজনের মধ্যে একজন হোসেনপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে রবিউল ইসলাম (১২)। তিনি ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল ও অন্যজন একই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে সাদিকুল ইসলাম (১৬)। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে রয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে গতকাল রাত সাড়ে ৯টার দিকে আজিজের ঘরে শাটার মেরামতের জন্য ঝালাইয়ের কাজ করছিলেন ওয়েল্ডিং মিস্ত্রি। ওই ঘরের পাশে ড্রামে পেট্রল রাখা ছিল। দুটি শাটারের কাজ শেষে তৃতীয় শাটার মেরামতের সময় পেট্রল দোকানের মালিক মাহমুদুল মিয়া ও এনামুল মিয়া ঘর থেকে ওই পেট্রল ভর্তি ড্রাম বের করছিলেন। ড্রাম খুলতেই ওয়েল্ডিং এর আগুন গিয়ে সেখানে পড়ে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলে থাকা সবাই অগ্নিদগ্ধ হয়। 

মহিষখলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার আব্দুল আজিজ বলেন, ‘শাটারে ওয়েল্ডিং করার আগুনের ফুলকি পেট্রলে পড়ে আগুনের সৃষ্টি হয়। আমার দুই ছেলে অগ্নিদগ্ধ হয়েছে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘরের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’ 

বংশীকুণ্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নূর নবী তালুকদার বলেন, ‘আমি আগুনের বিষয়টি জেনেছি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে যাব।’ 

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ দর্শী চাকমা বলেন, ‘আগুনের অগ্নিদগ্ধ হওয়ার বিষয়টি আমি জেনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা