ঈদে উৎসব ভাতা ও ছুটির দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার রাতে একটি বিক্ষোভ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।
এর আগে সংগঠনের সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন–জেলা ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের দপ্তর সম্পাদক রমজান আলী পটু, প্রেস শ্রমিক ইউনিয়নের সম্পাদক আব্দুর রশিদ, জাতীয় ছাত্রদলের আহ্বায়ক শুভ আজাদ শান্ত, হোটেল শ্রমিক ইউনিয়ন শাহপরান থানার সভাপতি জয়নাল মিয়া, দক্ষিণ সুরমা কমিটির সভাপতি মনির হোসেন, সহসাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজু, চন্ডিপুল আঞ্চলিক কমিটির সম্পাদক সুনু মিয়া সাগর। সঞ্চালনা করেন রাশেদ আহমেদ।
এ সময় বক্তারা বলেন, দেশ ঈদ উৎসবে মেতে উঠলেও হোটেল শ্রমিকেরা তা থেকে বঞ্চিত। প্রতি বছর ঈদ আসলে বোনাসের জন্য মিছিল-মিটিং, মালিকদের কাছে ধরনা দিতে হয়। বছরে দুইটি উৎসব বোনাস শ্রমিকদের আইনি প্রাপ্য, অথচ মালিকপক্ষ মহাধুমধামে ঈদ উৎসব উদ্যাপন করলেও শ্রমিকদের ঈদের ন্যায্য উৎসব বোনাস হতে বঞ্চিত করা হয়। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।