হোম > সারা দেশ > সিলেট

ঝোপ বুঝে কোপ মারা বাংলাদেশে আর হবে না: রাষ্ট্রদূত আনসারী

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেট নগরের পিটিআই মিলনায়তনে দেড় শতাধিক প্রবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী। ছবি: আজকের পত্রিকা

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ যে অধিকার ফিরে পেয়েছে, সেই অধিকারের ওপর দাঁড়িয়ে মানুষ সঠিক গন্তব্যের পথে এগুবে। বাংলাদেশের মানুষ যখন তার অধিকারের প্রশ্নে জেগেছে, বাংলাদেশের মানুষ যখন গুম-খুনের শিকার হয়েছে, এই যে পলাতক শ্রেণির লোকেরা যদি মনে করেন যে না একটা বোধহয় সময় এসেছে, আমরা বোধহয় ঝোপ বুঝে কোপ মারতে পারবো, এটি বাংলাদেশে আর হবে না। এটি রক্ষা করতে আমাদের সার্বজনীন ঐক্যের প্রয়োজন, আমাদের ইস্পাত কঠিন ঐক্য।’

শনিবার সিলেট নগরের পিটিআই মিলনায়তনে দেড় শতাধিক প্রবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

সিলেট বিভাগের চারটি জেলার ১৫৪ প্রবাসী পরিবারের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ কোটি ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, মহানগর পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত