শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): শায়েস্তাগঞ্জে বিদ্যুতায়িত হয়ে আল আমিন (২৫) নামের একজন মারা গেছেন। আল আমিন পেশায় একজন ইলেকট্রিশিয়ান।
নিহত আল আমিন শায়েস্তাগঞ্জ পৌর এলাকার উবাহাটা গ্রামের মৃত আব্দুর নুরের ছেলে।
জানা গেছে, রোববার (২০ জুন) দুপুরে শায়েস্তাগঞ্জের পাশের উলুকান্দি গ্রামে বিদ্যুতের কাজ করতে যান আল আমিন। এ সময় অসাবধানবশত বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই মারা যান আল আমিন।
গ্রামের মুরুব্বি তারা মিয়া বলেন, আলামিন একটি ভদ্র ছেলে ছিল। তাঁর অকালমৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।