হোম > সারা দেশ > সিলেট

২৮ অক্টোবর নিয়ে জাতিসংঘ মহাসচিব ভুল তথ্যের ভিত্তিতে বিবৃতি দিয়েছেন: পররাষ্ট্রমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ২৮ অক্টোবর নিয়ে জাতিসংঘের মহাসচিব যে বিবৃতি দিয়েছেন সেটা তিনি ভুল তথ্যের ভিত্তিতে দিয়েছেন। ওই দিন বিএনপি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলেও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি হয়তো মহাসচিবকে ভুল বা মিথ্যা তথ্য দিয়েছেন। ব্যাপারটি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দিয়ে তাঁদের সঠিক তথ্য অবিহিত করা হয়েছে। 

গতকাল শুক্রবার রাতে সিলেট নগরের ৮ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী এলাকায় ‘দেশব্যাপী উন্নয়ন কর্মযজ্ঞ প্রচার ও আগামীর স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপি কী করেছে সেটা মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ দেখেছে। কিন্তু জাতিসংঘের প্রতিনিধি হয়তো বাংলা বোঝেন না, তাই উনাকে ভুল এবং মিথ্যা তথ্য বোঝানো হয়েছে। উনি এটি মহাসচিবকে জানিয়েছেন। তাই আমরা উনাকে চিঠি লিখেছি।’ 

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ