হোম > সারা দেশ > সিলেট

‘তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতাকারীরা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন হবে না। যারা এর বিরোধিতা করবে তারা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে।’ 

আজ শনিবার বিকেল সাড়ে চারটায় সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকারকে ফিরিয়ে আনব। আমাদের সরকার আমরা তৈরি করতে চাই, জনগণ তৈরি করতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাঁকে দেব।’ 

আওয়ামী লীগকে ইঙ্গিত করে ফখরুল বলেন, ‘খুব লম্বা লম্বা কথা বলে। তারা বলে সংবিধান অনুযায়ী নাকি নির্বাচন হবে। তাহলে কোন সংবিধান? যে সংবিধান তুমি দশবার কাটা ছেঁড়া করেছ, যে সংবিধান তুমি নিজে নিজে তৈরি করেছ। বিচার বিভাগকে পকেটস্থ করে সেই পেটোয়া বিচারকদের দিয়ে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছ। আমাদের পরিষ্কার কথা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটাই আমাদের এই মুহূর্তের সংকট উত্তরণের একমাত্র পথ।’ 

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘সিলেটসহ সারা বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করছ, গ্রেপ্তার করছ, নির্যাতন করছ, এগুলো বন্ধ করতে হবে। আর যদি একটা মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। তাহলে মানুষ রুখে দাঁড়াবে।’ 

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, ‘আপনারা একটি যুদ্ধ শুরু করেছেন। এই যুদ্ধ মুক্তির যুদ্ধ, অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ, ভোটের অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ। সিলেটের ইতিহাস হচ্ছে যুদ্ধের ইতিহাস, যুদ্ধ জয়ের ইতিহাস। এই সিলেট থেকেই মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। সেখান থেকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আজকে এই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং গণতন্ত্র ফেরাতে এই সিলেট থেকেই আবার যুদ্ধ শুরু হলো।’ 

ফখরুল বলেন, ‘সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক-শ্রমিক কিন্তু এখন শান্তিতে নেই। গতকালও চিনি, তেলের দাম বেড়েছে। সবকিছুর দাম বেড়েছে। মানুষ এখন খেতে পারে না। তিন কোটি মানুষ বেকার। অথচ তারা ১০ টাকা দামে চাল খাওয়াবে বলেছিল। গত ১৪ বছরে এই সরকার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই সরকারের বিচার হবে জনগণের আদালতে। মানুষের সব অধিকার কেড়ে নেওয়ার অপরাধে এই সরকারের বিচার হবে।’

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি