হোম > সারা দেশ > হবিগঞ্জ

বিয়ের ১২ দিনের মাথায় নবদম্পতির আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজনগ্রামে বিয়ের ১২ দিনের মাথায় প্রেমিক-প্রেমিকা আত্মহত্যা করেছেন। গতকাল রোববার রাতে এ ঘটনাটি ঘটে। মৃতরা হলেন, লাখাই স্বজনগ্রামের আনছর মিয়ার মেয়ে তানিয়া (২২) এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কুলাকান্দি গ্রামের মোস্তাফিজুর রহমান হৃদয় (৩০)। 

পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মোবাইলে রং নম্বরে কলের সূত্র ধরে তানিয়ার সঙ্গে মোস্তাফিজুর রহমান হৃদয়ের পরিচয় হয়। অতঃপর প্রেম। একে অপরকে পেতে মরিয়া হয়ে ওঠেন তারা। অতঃপর গত ৯ নভেম্বর (বুধবার) কোর্ট ম্যারেজ করেন তারা। এদিকে স্ত্রী ও সন্তান রেখে তানিয়াকে বিয়ে করেন হৃদয়। সে কথা গোপন রেখেছিলেন তানিয়ার কাছে। বিয়ের খবর জানাজানি হয়ে গেলে হৃদয় ও তানিয়ার মাঝেও অশান্তি সৃষ্টি হয়। 

অন্যদিকে হৃদয়ের দ্বিতীয় বিয়ে মেনে নেননি তাঁর প্রথম স্ত্রী ও অভিভাবকেরা। এ অবস্থায় বিয়ের ১২ দিনের মাথায় ইঁদুর মারার ওষুধ ‘বুলেট’ খেয়ে আত্মহত্যা করেন এই নবদম্পতি। 

তানিয়ার মা আবিদা বেগম বলেন, ‘বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতেই থাকত হৃদয়। রোববার রাত ৭টার দিকে তানিয়া ও মোস্তাফিজ হঠাৎ ছটফট করতে থাকে। একপর্যায়ে তারা জানান গোপনে দুজনই ইঁদুর মারার বিষটোপ ‘বুলেট’ খেয়েছেন। সংকটাপন্ন অবস্থায় দুজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের হবিগঞ্জে নেওয়ার পরামর্শ দেন। পথে সামান্য ব্যবধানে দুজনই মৃত্যুবরণ করেন। 

হৃদয়ের মামাতো ভাই জুয়েল বলেন, প্রথম স্ত্রীর তিন ভরি স্বর্ণ লুকিয়ে এনে তানিয়াকে বিয়ে করে হৃদয়। আগের বিয়ে নিয়ে তাদের মধ্যে অশান্তি দেখা দিলে তারা বিষ খেয়ে আত্মহত্যা করে বলে জানতে পেরেছি। 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদরের মর্গে পাঠানো হয়েছে। 

মানুষ দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায়: মামুনুল হক

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে

নির্বাচন সামনে রেখে যেন অস্ত্র ঢুকতে না পারে—কাস্টমসকে এনবিআর সদস্য

শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু ৩ ফেব্রুয়ারি, ডোপ টেস্ট বাধ্যতামূলক

সিলেট-ম্যানচেস্টারের ফ্লাইট চালু রাখার দাবিতে মঙ্গলবার ‘মার্চ ফর বিমান’

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ

জৈন্তাপুরে আবারও বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৪

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

জৈন্তাপুরে বিজিবির ওপর চোরাকারবারি চক্রের হামলা, থানায় মামলা