ঘন কুয়াশার কারণে দোহা ও দাম্মাম থেকে আসা দুটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে অবতরণ করেছে সিলেটে। কাতারের দোহা থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনস ও সৌদি আরবের দাম্মাম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট দুটি আজ মঙ্গলবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে পরিস্থিতির উন্নতি হলে ফ্লাইট দুটি ঢাকায় যায়।
ইউএস-বাংলা এয়ারলাইনসের ওসমানী বিমানবন্দর কর্মকর্তা বেলায়েত আলী লিমন জানান, দোহা থেকে ছেড়ে আসা ফ্লাইটটির হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল; কিন্তু ঘন কুয়াশার কারণে সকাল ৮টা ২০ মিনিটে ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। পরে ১০টা ২০ মিনিটে ফ্লাইটটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।