হোম > সারা দেশ > হবিগঞ্জ

হবিগঞ্জে নার্সের ওপর হামলার প্রতিবাদে সহকর্মীদের মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের এক নার্সের ওপর হামলা ও বাসায় ডাকাতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। আজ দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন হাসপাতালে কর্মকর্তা কর্মচারীরা। মিছিলটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১ মে নার্স সবিতা রানীর শহরের বাসায় এক দুর্বৃত্ত ঢুকে চাকু ঠেকিয়ে গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা নিয়ে চলে যান। যা সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট ধরা পড়ে। ঘটনার পরদিন সবিতার স্বামী চয়ন বাড়ই বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

কিন্তু ঘটনার ২০ দিন পার হলেও আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। বক্তারা আরও বলেন, আগামী তিন দিনের মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করা না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তাঁরা।

হামলার শিকার সবিতা রানী বলেন, ‘এমন ঘটনায় আমিসহ আমার পরিবার হতভম্ব। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। যে কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের দাবি, দ্রুত যেন আমার ওপর হামলাকারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়।’

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। সিসি টিভির ফুটেজ দেখে হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২