হোম > সারা দেশ > সুনামগঞ্জ

নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদলতে মামলা করা হয়েছে। মামলাটি করেন নিহত উজির মিয়ার ভাই ডালিম মিয়া। এ মামলায় অভিযুক্তরা হলেন, শান্তিগঞ্জ থানার এস আই দেবাশীষ সুত্রধর ও এস আই আলাউদ্দিন। 

আজ সোমবার বেলা ১২টায় জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে এই মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রাতে একটি গরু চুরির মামলার সন্দেহ জনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা-পুলিশ। এর পরের দিন ১০ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। এরপর ২১ ফেব্রুয়ারি নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন উজির মিয়া। অসুস্থতা বাড়লে তাঁকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ওই দিনই বিকেলে নিহত উজির মিয়ার স্বজনেরা পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ এনে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের সু-বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট পৃথক ২টি তদন্ত কমিটির মাধ্যমে উজির মিয়ার নিহতের ঘটনার তদন্ত চলছে। 

বাদী পক্ষের সিনিয়র আইনজীবী রবিউল লেইছ রোকেস বলেন, ‘উজির মিয়ার ভাই বাদী হয়ে দুই পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করেছেন। আমরা আদালতের কাছে মামলা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও পিবিআইএর তদন্ত দাবি করেছি।’ 

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রো-ভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের