হোম > সারা দেশ > সুনামগঞ্জ

নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদলতে মামলা করা হয়েছে। মামলাটি করেন নিহত উজির মিয়ার ভাই ডালিম মিয়া। এ মামলায় অভিযুক্তরা হলেন, শান্তিগঞ্জ থানার এস আই দেবাশীষ সুত্রধর ও এস আই আলাউদ্দিন। 

আজ সোমবার বেলা ১২টায় জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে এই মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রাতে একটি গরু চুরির মামলার সন্দেহ জনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা-পুলিশ। এর পরের দিন ১০ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। এরপর ২১ ফেব্রুয়ারি নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন উজির মিয়া। অসুস্থতা বাড়লে তাঁকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ওই দিনই বিকেলে নিহত উজির মিয়ার স্বজনেরা পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ এনে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের সু-বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট পৃথক ২টি তদন্ত কমিটির মাধ্যমে উজির মিয়ার নিহতের ঘটনার তদন্ত চলছে। 

বাদী পক্ষের সিনিয়র আইনজীবী রবিউল লেইছ রোকেস বলেন, ‘উজির মিয়ার ভাই বাদী হয়ে দুই পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করেছেন। আমরা আদালতের কাছে মামলা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও পিবিআইএর তদন্ত দাবি করেছি।’ 

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত