হোম > সারা দেশ > সিলেট

সাবেক সাংসদের ফিশারিজ থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওর এলাকার একটি ফিশারিজ থেকে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ফিশারিজে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ওই ফিশারিজের মালিক হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরীর বাবু।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই ফিশারিজ একটি ঘর থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মতিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাউসা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওরে সাবেক সংসদ সদস্যের ওই ফিশারিজে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন জাহাঙ্গীর। ফিশারিজের পাশেই একটি ঘরে থাকতেন তিনি। আজ বিকেলে ওই ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, ঘরের আড়ার সঙ্গে জাহাঙ্গীরের লাশটি ঝুলছিল। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তাই আপাতত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বলা যাবে।

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ