হোম > সারা দেশ > সিলেট

জাদু করে বাবাকে হত্যার সন্দেহ থেকে চা–শ্রমিককে গলা কেটে হত্যা

হবিগঞ্জ প্রতিনিধি  

গ্রেপ্তার দীপক ভৌমিক। ছবি: সংগৃহীত

জাদু-টোনা করে বাবাকে হত্যার সন্দেহ থেকে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন দীপক ভৌমিক। সেই সন্দেহ থেকেই চা–শ্রমিক শনিচরণ সাঁওতাল ওরফে অজিতকে (৪৫) গলা কেটে হত্যা করেন তিনি।

হত্যাকাণ্ডের ২০ দিন পর গতকাল শনিবার (২ নভেম্বর) পুলিশ দীপক ভৌমিককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে এমনটি জানিয়েছেন।

এ বিষয়ে আজ রোববার (৩ নভেম্বর) চুনারুঘাট থানায় সংবাদ সম্মেলন করেন চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান সরকার।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, চা–শ্রমিক শনিচরণ সাঁওতাল ওরফে অজিত (৪৫) ঝাঁড়ফুক ও কবিরাজিও করতেন। কিছুদিন পূর্বে দীপকের বাবা তাঁর কাছে কবিরাজি চিকিৎসার জন্য যান। তবে চিকিৎসার পর রোগীর মৃত্যু হয়। এতে দীপকের মনে সন্দেহের উদ্রেক হয় যে, অজিত তাঁর বাবাকে জাদু-টোনা করে মেরে ফেলেছে। এ থেকে সে প্রতিশোধপরায়ণ হয়ে ওঠে।

প্রতিশোধ নিতে গত ১২ অক্টোবর রাতে চা-বাগান এলাকার ফুলছড়ি টিলায় দীপক ভৌমিক অজিতকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। পরে মরদেহ পাশের ধানি জমিতে ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই অনিল সাঁওতাল বাদী হয়ে থানায় মামলা করেন।

মামলার পর তথ্যপ্রযুক্তি ও র‍্যাবের সহযোগিতায় গতকাল শনিবার রাতে মাধবপুর থেকে দীপককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের