হোম > সারা দেশ > সিলেট

নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সিলেটে বিএনপির বিক্ষোভ, আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আজ রোববার সিলেট মহানগরের বিমানবন্দর থানা বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ছবি: আজকের পত্রিকা

অবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে সিলেটে বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। এ সময় তাঁরা দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আজ রোববার সিলেট মহানগর বিএনপির আওতাধীন বিমানবন্দর থানা কমিটির আয়োজনে বিক্ষোভ মিছিল হয়। পরে শহীদ সাংবাদিক এ টি এম তুরাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

শেখ হাসিনা পালিয়ে গেলেও বিভিন্ন মন্ত্রণালয়ে লুটপাট অব্যাহত রয়েছে–মন্তব্য করে মহানগর বিএনপির সভাপতি বলেন, ‘এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে।’

অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানের সফলতা ম্লান করে দিচ্ছে উল্লেখ করে কয়েস লোদী বলেন, ‘যেসব আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, দীর্ঘ ৯ মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি। দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সময়মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামব।’

বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সারোয়ার রেজার সঞ্চালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা কামরুল হাসান শাহীন, বৃহত্তর লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল বাসিত তপু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান সাদিক, কামাল মিয়া, জাকির আহমদ প্রমুখ।

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি