হোম > সারা দেশ > সিলেট

মোবাইল গেমে আসক্ত ছেলে, গলা টিপে হত্যার অভিযোগে মা আটক

মৌলভীবাজার ও রাজনগর প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে কিশোর ছেলেকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ। ওই কিশোর মোবাইলে ফোনে গেমে আসক্ত হওয়ায় মা রাগে গলায় ওড়না পেঁচিয়ে ধরলে তার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। 

আজ বুধবার সকালে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের ইন্দ্রানগর পানপুঞ্জি (জাদুরগুল) এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কিশোরের নাম—আমিরুল হাসান জয় (১২)। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্র। আবির ইন্দ্রানগর পানপুঞ্জি এলাকার আসলাম আলী ও সুহেনা বেগম দম্পতির ছেলে। এ ঘটনায় সুহেনা বেগমকে (৪০) আটক করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, বুধবার সকাল ৮টার দিকে জয়কে মোবাইল রেখে পড়াশোনা করতে বলে তার মা সুহেনা বেগম। কিন্তু সে অনিচ্ছা প্রকাশ করলে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি হয়। সে সময় জয় মোবাইল ফোনে গেম খেলছিল। সে মোবাইলে গেমের প্রতি প্রচণ্ড আসক্ত। এ সময় সুহেনা বেগম রাগে তার ওড়না দিয়ে পেঁচিয়ে ধরেন। এতে শ্বাসরোধে মৃত্যু হয় আমিরুল হাসান জয়ের। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সুহেনা বেগমকে আটক করা হয়েছে। 

নিহত জয়ের বাবা আসলাম আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে অতিরিক্ত দুষ্টুমি করত আর মোবাইলের প্রতি আসক্ত ছিল। আজ সকাল থেকে মোবাইল নিয়ে বসছে। তার মা মোবাইল রেখে পড়তে বসার কথা বলার পরও সে মোবাইল না রেখে মোবাইলে খেলতে থাকে। এতে তার মা রাগে গলায় ওড়না পেঁচিয়ে ধরে। তখন সে মারা যায়।’ 

উত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির মা বেশি রাগী মানুষ। ছেলেটি খুব বেশি বিরক্ত করে তার মাকে। আজ সকাল ৬টার দিকে ছেলেটি মোবাইল নিয়ে বসছে। মোবাইলও ছাড়ে না, স্কুলেও যায় না। এ জন্য মা শাসন করতে করতে রাগে পড়নের ওড়না দিয়ে ছেলের গলায় পেঁচিয়ে ধরে। এতে ছেলেটি সত্যিই মারা যায়।’ 

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত