হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার উজিরপুর থেকে এরশাদ আলী (৫৫) নামে এক বৃদ্ধের নিজ ঘর থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় পুলিশ তাঁর ঘরের টিন খুলে মরদেহ উদ্ধার করে। 

নিহতের স্ত্রী হাসিনা বেগম জানান, স্বামীকে ঘরে রেখে বাড়ির পাশে ধলাই নদীতে গোসল করতে যান। ফিরে দেখেন ঘরের দুটি দরজা বন্ধ। স্বামীকে দরজার ফাঁক দিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টায় স্থানীয় পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। পরে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। 

স্থানীয়রা জানান, এরশাদ প্রতিবন্ধী হলেও কাজ করেই সংসারের খরচ চালাতেন। তাঁর স্ত্রী হাসিনার দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ কিছু দিন ধরে পারিবারিক কলহ চলছিল। এ ছাড়া নিহতের বাড়ি কমলগঞ্জ সদর ইউনিয়নের জামিরকোনা গ্রামে হলেও স্ত্রী হাসিনাকে বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে উজিরপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছিলেন এরশাদ। 

এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ঘটনাটি তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জৈন্তাপুরে সাড়ে ১৬ হাজার ঘনফুট বালু জব্দ, নিলামে বিক্রি

মৌলভীবাজারে আ.লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর