হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে ধর্ষণের শিকার বাক্প্রতিবন্ধী যুবতী, আটক ১ 

মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্ষণের শিকার হয়েছেন এক বাক্প্রতিবন্ধী যুবতী। ঘটনাটি গত সোমবারের হলেও আজ বুধবার পরিবারের পক্ষ থেকে থানায় মৌখিক অভিযোগ করা হয়। এরপর বিষয়টি আলোচনায় উঠে আসে। 

পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়ে রাশীদ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক রশীদ আলী উপজেলার আদমপুরের বনগাঁও এলাকার বারাম মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই যুবতী মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও এলাকার রাশীদ আলী প্রতিদিনের মতো কেওয়ালীঘাট এলাকায় খেতে কাজ করছিল। তখন ওই এলাকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয় বাক্প্রতিবন্ধী ওই যুবতী। মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে বিষয়টি প্রকাশ হয়। পরে রাশীদের পরিবারসহ স্থানীয় প্রভাশালী মহল বিষয়টি দেখা হবে বলে সময়ক্ষেপণ করে। 

আজ বুধবার সকালে চিকিৎসার জন্য ওই মেয়েটিকে মৌলভিবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের বিষয়ে বুধবার দুপুরে কমলগঞ্জ থানাকে মৌখিক অভিযোগ দিলে কমলগঞ্জ থানার উপপরিদর্শক বিজয় দেবনাথের নেতৃত্বে কাঠ ব্যবসায়ী সেজে অভিযান চালিয়ে বনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত রাশীদ আলীকে (৩৫) আটক করা হয়। 
 
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, ‘পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের সঙ্গে জড়িত রাশীদ আলীকে আটক করা হয়েছে। মেডিকেল রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

শাকসু নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভে শিক্ষার্থীরা

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রোভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার