হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে ধর্ষণের শিকার বাক্প্রতিবন্ধী যুবতী, আটক ১ 

মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্ষণের শিকার হয়েছেন এক বাক্প্রতিবন্ধী যুবতী। ঘটনাটি গত সোমবারের হলেও আজ বুধবার পরিবারের পক্ষ থেকে থানায় মৌখিক অভিযোগ করা হয়। এরপর বিষয়টি আলোচনায় উঠে আসে। 

পরিবারের পক্ষ থেকে মৌখিক অভিযোগ পেয়ে রাশীদ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক রশীদ আলী উপজেলার আদমপুরের বনগাঁও এলাকার বারাম মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই যুবতী মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও এলাকার রাশীদ আলী প্রতিদিনের মতো কেওয়ালীঘাট এলাকায় খেতে কাজ করছিল। তখন ওই এলাকায় ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয় বাক্প্রতিবন্ধী ওই যুবতী। মেয়েটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গেলে বিষয়টি প্রকাশ হয়। পরে রাশীদের পরিবারসহ স্থানীয় প্রভাশালী মহল বিষয়টি দেখা হবে বলে সময়ক্ষেপণ করে। 

আজ বুধবার সকালে চিকিৎসার জন্য ওই মেয়েটিকে মৌলভিবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের বিষয়ে বুধবার দুপুরে কমলগঞ্জ থানাকে মৌখিক অভিযোগ দিলে কমলগঞ্জ থানার উপপরিদর্শক বিজয় দেবনাথের নেতৃত্বে কাঠ ব্যবসায়ী সেজে অভিযান চালিয়ে বনগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত রাশীদ আলীকে (৩৫) আটক করা হয়। 
 
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, ‘পরিবারের অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের সঙ্গে জড়িত রাশীদ আলীকে আটক করা হয়েছে। মেডিকেল রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা