টানা কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর সিলেট নগরে বৃষ্টি নেমেছে। এতে স্বস্তি ফিরেছে নগরবাসীর মাঝে। আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে বৈশাখের মাসের প্রথম বৃষ্টি শুরু হয়ে থেমেছে ১১টার কিছু আগে। এই বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া ও শিলা।
সিলেট নগরের জিন্দাবাজারে বৃষ্টিতে আটকা পড়া সাংবাদিক সজল চত্রী জানান, কয়েক দিনের গরমে অতিষ্ঠ। বৃষ্টি যেন শান্তির পরশ নিয়ে এসেছে। ঈদের বাজার করতে আসা মানুষ ও ফুটপাতের ব্যবসায়ীদের কিছুটা ভোগান্তি হলেও এই বৃষ্টি কাঙ্ক্ষিত ছিল।
নগরের আম্বরখানার ব্যবসায়ী আবদুর রহিম বলেন, ‘আজ দিনেও বেশ গরম লেগেছে। এখন বৃষ্টি হওয়াতে গরম কমেছে। তাই ভালো লাগছে। প্রতিদিন এ রকম বৃষ্টি হলে আরও ভালো হতো। বন্দরবাজার এসেছিলাম বৃষ্টির আগে। মার্কেটে গিয়ে গরমে অহস্য লেগেছিল, এখন স্বস্তি বোধ করছি। তবে আজ কিছু শিলাও পড়েছে বৃষ্টির সময়, যা কৃষকদের ক্ষতিতে ফেলবে।’
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, ‘সিলেটে বৃষ্টি হয়েছে, এ আভাস আমরা আগেই দিয়েছিলাম।’