হোম > সারা দেশ > সিলেট

ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজাকারের তালিকার নীতিমালা তৈরি হয়েছে, এ ব্যাপারে কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’ 

আজ মঙ্গলবার সিলেট  সফরে এসে হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

রাজাকারের তালিকা তৈরি করার জন্য আগে কোনো আইন ছিল না জানিয়ে মন্ত্রী বলেন, ‘গত পার্লামেন্টে এই আইন পাস হয়েছে। এখন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়ন ও নিয়মাবলি অর্থাৎ কীভাবে প্রণয়ন করবে তা নির্ধারণের দায়িত্ব প্রদান করে কমিটি করে দেওয়া হয়েছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’ 

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের প্রশ্নে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এ ব্যাপারে দলের প্রধান অথবা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’ 

এর আগে সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক দিনের সফরে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান। পরে সেখান থেকে তিনি হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত ও  সেখানকার মসজিদে জোহরের নামাজ আদায় করেন। বিকেলে হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তাঁর।

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

সিলেটে টিলা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করায় আটক ১৬

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১