হোম > সারা দেশ > সিলেট

ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজাকারের তালিকার নীতিমালা তৈরি হয়েছে, এ ব্যাপারে কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’ 

আজ মঙ্গলবার সিলেট  সফরে এসে হজরত শাহজালাল (র.) মাজার মসজিদে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

রাজাকারের তালিকা তৈরি করার জন্য আগে কোনো আইন ছিল না জানিয়ে মন্ত্রী বলেন, ‘গত পার্লামেন্টে এই আইন পাস হয়েছে। এখন মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাহজাহান খানকে আহ্বায়ক করে তালিকা প্রণয়ন ও নিয়মাবলি অর্থাৎ কীভাবে প্রণয়ন করবে তা নির্ধারণের দায়িত্ব প্রদান করে কমিটি করে দেওয়া হয়েছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’ 

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির চলমান আন্দোলনের প্রশ্নে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘এ ব্যাপারে দলের প্রধান অথবা সাধারণ সম্পাদক কথা বলতে পারেন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করব না।’ 

এর আগে সকালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এক দিনের সফরে সিলেট বিমানবন্দরে এসে পৌঁছান। পরে সেখান থেকে তিনি হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত ও  সেখানকার মসজিদে জোহরের নামাজ আদায় করেন। বিকেলে হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে তাঁর।

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস