হোম > সারা দেশ > সিলেট

শাবিপ্রবির বঙ্গবন্ধু হলে র‍্যাগিংয়ে নিষেধাজ্ঞা হল কর্তৃপক্ষের

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে র‍্যাগিংয়ে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে হল কর্তৃপক্ষ। গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব আবাসিক শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সব ধরনের র‍্যাগিং সম্পূর্ণভাবে নিষেধ করা হলো। বিশ্ববিদ্যালয় ও হলের সার্বিক সুনামের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ নির্দেশ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সংক্রান্ত কর্মকাণ্ডে কোনো আবাসিক শিক্ষার্থীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সেই শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে হলের সব আবাসিক শিক্ষার্থীর সহযোগিতা কামনা করা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল রোববার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন হল ও মেসে উঠছেন নবীন শিক্ষার্থীরা। এ ছাড়া র‍্যাগিংয়ের ঘটনায় বিগত বছরগুলোতে বেশ কিছু শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও শাস্তি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে মুক্ত শাবি ভিসি, প্রো-ভিসি

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

অবরুদ্ধ শাবিপ্রবির ভিসি ও প্রো-ভিসি, পদত্যাগ দাবি

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

রিটকারী ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে শাবিতে অবাঞ্ছিত ঘোষণা

হাইকোর্টে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সিলেটে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শাকসু নির্বাচনের দাবিতে এবার প্রশাসনিক ভবনে তালা

কাল ভোট গ্রহণ: অনিশ্চয়তা কাটছে না শাকসু নির্বাচন নিয়ে

কর্তৃপক্ষের আশ্বাসে ৩৫ ঘণ্টা পর ওসমানীর শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল মামাতো ও ফুফাতো ভাইয়ের