হোম > সারা দেশ > সুনামগঞ্জ

বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ি ও জমি দখলের অভিযোগ

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

একজন বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বীর মুক্তিযোদ্ধা মো. রকম আলী সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বাসিন্দা। একটি প্রভাবশালী মহলের নেতৃত্বে এই দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ বীর মুক্তিযোদ্ধা পরিবারের। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা রকম আলীর বড় ছেলে মো. মাসুক মিয়া জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, জমি কেনার পর থেকে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের নজাতপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে সাজ্জাদ মিয়া, সালাম মিয়া, মনির হোসেনসহ আরও চার-পাঁচজন ওই জমি বিভিন্নভাবে দখলের চেষ্টা করছেন। এ ছাড়া মুক্তিযোদ্ধা এই পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিয়েছেন। এ ছাড়া বাড়ি থেকে উঠে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন তাঁরা। গ্রামের লোকজন বারবার নিষেধ দিলেও বিবাদীরা সেই বিচার-সালিশ মানছেন না, যার কারণে চরম শঙ্কার মধ্যে দিন কাটছে এই বীর মুক্তিযোদ্ধা পরিবারের।

বীর মুক্তিযোদ্ধা রকম আলী বলেন, `যে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম, আজ সেই দেশে নিজের কেনা ভিটায় বসবাস করেও নিরাপত্তাহীনতায় ভুগছি। জালিয়াতি চক্রের কর্মকাণ্ডে আমার পরিবার নিয়ে শঙ্কায় আছি। এই চক্র যেকোনো সময় আমার পরিবারের ক্ষতি করতে পারে। তাই আমি জামালগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।'

এ ব্যাপারে অভিযুক্ত সাজ্জাদ মিয়া বলেন, `আমরা পৈতৃক সম্পত্তির মালিক চার ভাই এক বোন। দুই ভাই তাদের জায়গা মুক্তিযোদ্ধার কাছে বিক্রি করেন। বাকি অংশ আমাদের রয়ে গেছে। সেই জায়গায় আমরা কাজ করতে গেলে তাঁরা বাধা দেন।' 

এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম বলেন, `অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

মৌলভীবাজারের ৪টি আসন: নজরে চা-বাগান ও নতুন ভোটার

সিলেটে নিখোঁজ যুবকের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার

নবীগঞ্জে ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

সিলেট বিভাগে ৩ প্রবাসী, ১ ব্যবসায়ী ও ১ শিক্ষার্থীকে প্রার্থী করল এনসিপি

সিকৃবির অধ্যাপক ড. লাকীকে সাময়িক বরখাস্ত

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাত: ‘ছাত্রলীগ নেতা’ গ্রেপ্তার, ধারালো অস্ত্র উদ্ধার

সিলেটে পাথর ও বালু লুটের দায়ে ৮ জনের কারাদণ্ড

সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেটে যুবককে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার