হোম > সারা দেশ > সিলেট

ক্ষমতায় গেলে নারী-পুরুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটে জামায়াতের সমাবেশে ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী ও পুরুষকে সমান মর্যাদা এবং নিরাপত্তা দেওয়া হবে। আজ শুক্রবার সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের আমির ডা. শফিকুর রহমান এ কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ‘আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে মসজিদ, মন্দির, চার্চ, প্যাগোডা ও মট—ধর্মীয় কোনো স্থানেই নিরাপত্তার জন্য পাহারা বসানোর প্রয়োজন হবে না। বরং মানুষ ঘরে-বাইরে ধর্মীয়, সামাজিক ও পেশাগত কাজে পূর্ণ স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা উপভোগ করবে।’

তিনি আরও বলেন, ‘যদি জামায়াত ক্ষমতায় আসে, তবে আল্লাহর কোরআনের ভিত্তিতে পুরুষের পাশাপাশি আমাদের মা-বোনেরা, মেয়েরা অত্যন্ত মর্যাদা, গর্ব এবং ইজ্জতের সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করবেন, পাবেন পূর্ণ নিরাপত্তা।’

আওয়ামী লীগকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, ‘যারা জনগণের টাকা দিয়ে অস্ত্র কিনে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে, তারা কার কাছে ভোট চাইবে? যারা নিরীহ জনগণকে খুন করেছে, তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুন তারা এ ধরনের রাজনীতি চায় কি না। এ ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চাই না। তাদের রাজনৈতিক মৃত্যু ঘটেছে। ১৫ বছর ধরে যারা নামাজি মানুষকে অপদস্থ করেছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, তাদের আর এই অপকর্ম দেশে হতে দেওয়া হবে না।’

আমিরে জামায়াত বলেন, ‘আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। তবে এ কাজ একা জামায়াত করতে পারবে না, জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে কিছু হবে না, মানুষকেই ভালো পথে এগোতে হবে।’

সিলেটে জামায়াতের সমাবেশে ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

তিনি বলেন, ‘ধর্মের ভিত্তিতে জাতিকে টুকরা টুকরা করতে দেব না। আমরা দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ জাতি চাই। শান্তির বাংলাদেশ, অগ্রগতি ও উন্নয়নের বাংলাদেশ, ন্যায়বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ গড়তে আপনাদের সহযোগিতা চাই।’

ডা. শফিক আরও বলেন, ‘২০০৫ সালের ২৮ অক্টোবর দেশের মানুষ পথ হারিয়েছিল। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট তারা পথ ফিরে পেয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর মানুষ এখন দুশ্চিন্তামুক্ত।’

দলের হাজার হাজার কর্মী-সমর্থক শীত ও কুয়াশা উপেক্ষা করে সম্মেলনে উপস্থিত নেন। এ সময় সিলেট শহরের আশপাশের রাস্তাঘাটও মানুষে পূর্ণ হয়ে যায়।

জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে বক্তব্য দেন এহসানুল মাহবুব জোবায়ের, মুহাম্মদ সেলিম উদ্দীন, মাওলানা হাবিবুর রহমান, সায়েদ আলী, ফখরুল ইসলাম ও তোফায়েল আহমদ খান।

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস

মৌলভীবাজারে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

১৪ জানুয়ারি দেশব্যাপী কর্মবিরতির ঘোষণা হোটেল–রেস্তোরাঁর শ্রমিকদের

মব ভায়োলেন্স গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে: মির্জা ফখরুল

সুনামগঞ্জ-৩ আসন: ৮ প্রার্থীর ৩ জনই কোটিপতি

নির্বাচনী হলফনামা: সম্পদ বেড়েছে আরিফের, স্ত্রীও হয়েছেন কোটিপতি

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে: রিজওয়ানা হাসান