হোম > সারা দেশ > সিলেট

হোটেলের বাথরুম থেকে মরদেহ উদ্ধার, কক্ষে মিলল তালাকের নোটিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরের বন্দরবাজারের একটি হোটেলের বাথরুম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. জইন উদ্দিন খান (৩৯)। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে বন্দরবাজারের লালবাজার এলাকার ‘বনগাও হোটেল’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, জইন উদ্দিন চলতি বছরের ৩ মার্চ তাঁর স্ত্রীকে তালাক দেন। তালাকের নোটিশটিও ওই হোটেলের কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। 

জইন উদ্দিন খান হবিগঞ্জের নবীগঞ্জ থানার নাদামপুর গ্রামের মো. মইজ উদ্দিন খানের ছেলে। 

আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর-গণমাধ্যম) আজবাহার আলী শেখ জানান, আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে রুমের ভেতর কোনো সাড়া শব্দ না পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর রুমের দরজা ভেঙে বাথরুমের ভেতর জইন উদ্দিনের দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আজবাহার আলী শেখ আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মারা যাওয়া ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান আজবাহার।

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, নারী–শিশুসহ আটক ১১

খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চুনারুঘাটে ‘চিতল মুখলিছ’কে গণপিটুনি

জাফলংয়ে বালুচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াসপত্নী লুনা ও ছেলে অর্ণব

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

হবিগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের প্রার্থীকে শোকজ

সিলেটে জুয়া খেলা অবস্থায় আটক ৭

ভোলাগঞ্জ স্থলবন্দর উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

সিলেটে ট্রলির ধাক্কায় মসজিদের ইমাম নিহত