হোম > সারা দেশ > সিলেট

প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাটে রানীগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর উপস্থিতিতেই ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। 

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

জানা গেছে, শুক্রবার বিকেলে রানীগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) মাঠে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. আকবর হোসেইন জিতু, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী এবং সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন। 

সম্মেলন চলাকালে বিকেল ৬টায় মঞ্চের এক পাশে হঠাৎ করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হট্টগোল শুরু হয়। এ সময় এক পক্ষ অন্য পক্ষকে চেয়ার দিয়ে মারতে থাকে। পরে পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

তবে কী বিষয় নিয়ে এই মারামারি হয়েছে এবং কেন হয়েছে সেটি এখনো নিশ্চিত হতে পারেননি জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতারা। 

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন বলেন, ‘সম্মেলন অনুষ্ঠানে যারা মারামারি করেছে তাদের শনাক্ত করা হবে। তারা নতুন কমিটিতে স্থান পাবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ ব্যাপারে জানতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফকে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

সিলেটে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ওসমানী মেডিকেলে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, পরে কর্মবিরতি

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচার চালানো রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া: উপদেষ্টা নূরজাহান

শাকসু নির্বাচন ২০ জানুয়ারিই হবে

‘মব’ করে ইউপি চেয়ারম্যানকে হেনস্তা, গ্রেপ্তারের পর জামিন

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

শাকসু নির্বাচনের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল শাবিপ্রবি, ইসির স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

সিলেট থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

অভিযানে জব্দ ২০ হাজার ঘনফুট বালু, ৫০ নৌকা ধ্বংস