হোম > সারা দেশ > সিলেট

সিলেটে আরও ৩টি অস্থায়ী কেন্দ্রে মিলছে ফাইজারের টিকা

সিলেট প্রতিনিধি

সিলেটে আরও তিনটি অস্থায়ী কেন্দ্রে মিলছে ফাইজারের টিকা। করোনা টিকার জন্য নিবন্ধিতদের চাপ কমাতে ওসমানী হাসপাতাল ও পুলিশ লাইন কেন্দ্রের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে এ তিনটি অস্থায়ী কেন্দ্র চালু করেছে সিসিকের স্বাস্থ্য বিভাগ।

জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বক্স লিপনের দক্ষিণ সুরমা কদমতলীস্থ কার্যালয়, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের টিলাগড়স্থ কার্যালয় ও ১১ নম্বর ওয়ার্ডের রকিবুল ইসলাম ঝলকের কার্যালয়ে টিকা দেওয়া হচ্ছে। এসব অস্থায়ী টিকাকেন্দ্রে শুধু টিকার জন্য নিবন্ধিতরাই ফাইজারের প্রথম ডোজ নিতে পারবেন। এ ছাড়া নতুন করে নিবন্ধন করে যে কেউ এসব অস্থায়ী কেন্দ্রে ফাইজারের টিকা নিতে পারবেন।

নগরীতে ৪ লাখ ২৩ হাজার মানুষ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ লাখ ২০ হাজার জন। তাঁদের মধ্যে কিছু মানুষ নিবন্ধন করে এসএমএস পেয়েও টিকা নেওয়া থেকে বিরত রয়েছেন। তাঁদের টিকার আওতায় নিয়ে আসতে অক্টোবর মাসে কয়েক দিন প্রথম ডোজের এসএমএস বন্ধ রেখে পুরোনো এসএমএসপ্রাপ্তদের প্রথম ডোজ গ্রহণের সুযোগ দেওয়া হয়। এ সময়ে বিপুলসংখ্যক পুরোনো নিবন্ধিত ও এসএমএসপ্রাপ্ত মানুষ প্রথম ডোজ গ্রহণ করেন। অপরদিকে, বর্তমানে নগরীতে প্রায় ১০ হাজার নিবন্ধিত রয়েছেন, যাঁরা প্রথম ডোজ গ্রহণ করেননি।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, ওসমানী হাসপাতাল কেন্দ্রে ভিড় কমাতে এবং কম সময়ে বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে প্রথম অবস্থায় তিনটি ওয়ার্ড দিয়ে ফাইজারের টিকার প্রথম ডোজ প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে। সিসিকের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিদিন প্রথম ডোজের জন্য ২ হাজার ও দ্বিতীয় ডোজের জন্য ২ হাজার জনকে এসএমএস দেওয়া হয়। তাঁদের মধ্যে দুই ডোজ মিলিয়ে প্রতিদিন গড়ে ৫ হাজার মানুষ টিকা গ্রহণ করছেন।

স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, মানুষের চাহিদা ও আগ্রহ বিবেচনায় আমরা সময় নির্ধারণ করব। কোন ওয়ার্ডে কত দিন টিকা কার্যক্রম চলবে, তা নিবন্ধিতের সংখ্যার ওপর নির্ভর করবে। তবে পর্যায়ক্রমে নগরীর সব কটি ওয়ার্ডেই এমন উদ্যোগ নেওয়া হবে।

পুলিশ লাইনস হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত কেন্দ্র না থাকায় এই কেন্দ্রে নিবন্ধিতরা ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে যান। ফলে ওসমানী হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণকারীদের ভিড় বেড়ে চলেছে। এই ভিড় কমাতেই এবার ওয়ার্ড পর্যায়ে ফাইজারের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে নগরীর একমাত্র ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ফাইজারের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। পুলিশ লাইনস হাসপাতাল কেন্দ্রে চলছে সিনোফার্মের দ্বিতীয় ডোজের কার্যক্রম। এ ছাড়া নগর ভবনস্থ অস্থায়ী কেন্দ্রে সিনোফার্ম, কোভিশিল্ডে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম অব্যাহত আছে।

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে ২ জন নিহত

সিলেটে প্রথম আলো অফিসের সাইনবোর্ড, গ্লাস ভাঙচুর

কোন্দলই বিএনপির বড় সংকট

সিলেটে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত তিন

হত্যা মামলায় বিয়ানীবাজার পৌর আ. লীগ সভাপতি গ্রেপ্তার

সিলেটে যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বুধবার

চবি উপ-উপাচার্যের পদে থাকার নৈতিক অধিকার নেই: নাছির উদ্দীন

শাকসু নির্বাচন: ছাত্রদলের ২২ সদস্যের প্যানেল ঘোষণা, নারী প্রার্থী একজন ও মুক্তিযুদ্ধ সম্পাদক পদ ফাঁকা

বেড়িবাঁধের মাটি কাটার সময় মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে হত্যা